সম্বোধন পদ "তুমি"?

সম্বোধন পদ "তুমি"?

সুধী, আমি লক্ষ্য করেছি আপনি আজকে বিভিন্ন বার্তায় সম্বোধন পদ "আপনি" পরিবর্তন করে "তুমি" লিখেছেন। এটি সাংঘাতিক ভুল। কতিপয় ক্ষেত্র ছাড়া আমরা সাধারণত তুমি বলি না। আমরা বেশিভাগ ক্ষেত্রে আপনি বলি। এই দেখুন আমি আপনাকে "আপনি" বলে সম্বোধন করছি, তুমি করে না। সফটওয়্যারের ক্ষেত্রেও তাই হওয়া উচিত ও তাই হয়ে এসেছে। অনুগ্রহ করে পরিবর্তন করবেন না।

আমি আরও লক্ষ্য করেছি আপনি বিভিন্ন বার্তায় "করুন" বাদ দিয়েছেন। হ্যাঁ, জায়গা স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রে (যেমন বোতামগুলিতে) "করুন" লেখা হয়নি। কিন্তু যেখানে এই সমস্যা নেই সেখানে "করুন" ব্যবহার করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে যেখানে করুন হবে না, সেখানে দেয়া হয়নি। অনুগ্রহ করে পরিবর্তন করবেন না।

আপনাকে আমি শতভাগ নিশ্চিত না হয়ে, পুরনো বার্তা না পরিবর্তন করতে অনুরোধ করছি। একই সাথে আমি আপনাকে এখানের বদলে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার আহ্বান জানাবো। বাংলা উইকিপিডিয়ায় আমাদের বেশি স্বেচ্ছাসেবক দরকার।

বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ, আসা করি ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা প্রশ্ন ছিলো যে বাংলা উইকিপিডিয়ায় ছোটো ছোটো অনেক প্রশ্ন থাকে এগুলো কোথায় করলে ভালো হয়?

আবারো আসা করি আর ভুল করবো না :)

Greatder (talk)16:34, 5 March 2021

উইকিপিডিয়া:আলোচনাসভা বা উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র এ প্রশ্ন করতে পারেন।