ঠিক আছে?

শব্দচাবি কোন ভুল নয় তবে আমি বেশ কিছু সফটওয়্যার অনুবাদ করেছি ও অনুবাদে যুক্ত আছি। কোথাও Password-এর বাংলা শব্দচাবি ব্যবহার করি নি এবং কাউকে করতে দেখি নি। আপনি খেয়াল করে দেখবেন, মাইক্রোসফট ও গুগল তাদের যেসব সেবায় বাংলা যুক্ত করেছে সেসবের কোথাও Password-এর বাংলা শব্দচাবি ব্যবহার করা হয়নি। আপনি ফেসবুক, টুইটারেও দেখতে পারেন। এখানে আমি যেসব অনুবাদ পরিবর্তন করেছি সেসবের কিছু অনুবাদে দেখবেন শব্দচাবির সাথে বন্ধনী দিয়ে Password লিখে দেয়া হত। শব্দচাবি দিলে অনেকে বুঝে না। একটা অভিজ্ঞতার কথা বলি: এক মাস আগে এক HSC পরীক্ষা দেয়া একজনকে বললাম উইকিতে একটা অ্যাকাউন্ট খুলতে। সে খুলতে যেয়ে আমাকে জিজ্ঞেস করে "শব্দচাবি কি জিনিস?", বুঝেন অবস্থা। আপনার আপত্তি কি নিয়ে, Password-এর বাংলা কেন পাসওয়ার্ড করলাম? নাকি কেন এত দিন ধরে ব্যবহার করা শব্দচাবি পরিবর্তন করলাম?। Password-এর বাংলা পাসওয়ার্ড করা নিয়ে আপনার আপত্তি করার কথা না। Password-এর বাংলা পাসওয়ার্ড করা যে ভুল তা কিন্তু বলতে পারবেন না :P আর দ্বিতীয়টির উত্তর শুরুতেই দিয়েছি। আশা করি, আপনিও অনুবাদে পাসওয়ার্ড এখন থেকে লিখবেন।

Aftab1995 (talk)12:00, 16 August 2014

আমার নিবন্ধনের সময়ও বিষয়টা দুর্বোধ্য লেগেছিলো। আমি আপনার সাথে অনেকাংশে একমত। কিন্তু একটা কথা ট্রান্সলেট উইকির বাংলা অনুবাদকগণদের সাথে কী আপনার কথা হয়ছে? বা বাংলা উইকির বুর‍্যোকেট কিংবা অন্যান্য প্রশাসকগণদের সাথে আপনার ফেসবুক বা অনন্যাভাবে এই বিষয়ে যোগাযোগ হয়েছে? যদি না হয় তাহলে আমার মনে আপনার উচিৎ এইটা যে করা হয়েছে বা হবে তা বাংলা উইকির প্রশাসকদের আলোচনাসভায় জানানো :)।

তাওহীদআলাপ14:35, 16 August 2014

ট্রান্সলেট উইকিতে বর্তমানে সক্রিয় অনুবাদকারী রয়েছে মাত্র ২ জন, আমি আর আপনি। এছাড়া নাসির ও বেলায়েত ভাইকে জানিয়েছি।

Aftab1995 (talk)15:56, 16 August 2014