Jump to content

Collapse

ভাই, আপনাকে আবার ফিরে পেয়ে ভালো লাগছে। অনুবাদের সময় -এর প্রতি লক্ষ্য রাখুন। ৷ আসলে দাড়ি নয়, চার আনার চিহ্ন। দাড়ি হিসেবে ৷ ব্যবহার করিয়েন না। আমি জানি না আপনি কোন ফন্ট ব্যবহার করেন। সিয়াম রুপালি ফন্টে ৷ ও ।-এর পার্থক্য সহজে বুঝা যায়। একটু লক্ষ্য করলে দেখবেন ৷-এর উপর ও নিচে গোল বাঁকানো কি জানি দেখা যাচ্ছে, অন্য দিকে ।-এর ক্ষেত্রে তা নেই।

Collapse

|-এর কথা বলছেন কি? যদি না হয় তবে আমি কিন্তু ব্যাপারটি বুঝতে পারিনি! যেখানে ভুল হয়েছে তার লিংক দিলে ভালো হত। তারপরও আমার অনুবাদগুলো পর্যালোচনা করার অনুরোধ করছি।

আজিজ (talk)16:55, 9 August 2022
Collapse

"|" নয়। দাড়ি । (U+0964)-এর কথা বলছি। আপনি এই বার্তার উত্তরে যে দাড়ি ব্যবহার করেছেন তা ঠিক আছে। মাঝে মধ্যে আপনাকে দাড়ির বদলে চার আনার চিহ্ন (৷) দিতে দেখি, তাই বললাম।

 
Collapse

যতিফলক শব্দটি আমি এখানে এসেই দেখেছি, আমি এর উদ্ভাবন করিনি! এছাড়া শব্দটিতে কোনও যুক্তাক্ষর নেই এবং শ্রুতিমধুরও বটে; তাই আমি এই শব্দটি ব্যবহার করেছিলাম, অপ্রচলিত বলে যদি বাদ দেন, তাহলে Sidebar - এর বাংলা পার্শ্বদণ্ড শব্দটিও তো অপ্রচলিত, উইকি ও এমন উন্মুক্ত উৎসের সাইটগুলো ছাড়া অন্য কোথাও ব্যবহার করতে দেখিনি। উইকিতে এমন আরও অনেক শব্দ আছে যেগুলো এখন উইকিতে বেশ প্রচলিত কিন্তু অভিধানে নেই, এটা আমি খারপ হিসেবে নয় বরং বাংলা ভাষার জন্য এটা ভালো মনে করি। ব্যবহার বাড়া মানেই তো প্রচলিত হওয়া! ভুল হলে দয়া করে, ক্ষমা করবেন! _/\_

(এখানে যে দাড়ি দিয়েছি, এটা কি ঠিক আছে? এটা ঠিক না হলে আমাকে অন্য কীবোর্ড ব্যবহার করতে হবে।)

আজিজ (talk)01:55, 10 August 2022
Collapse

আমি বুঝতে পারছি কিন্তু যতিফলক শব্দটি সকলে বুঝবে না। অনেক শব্দ খুব ব্যবহৃত না হলেও, বললে লোকে বুঝবে, সেই রকম হলেও হত। অন্যদিকে ড্যাশবোর্ড শব্দটি প্রচলিত। এই কারণে ঐটিতে ফেরত নিয়েছি।

হ্যাঁ, এখানে দাড়ি ঠিক আছে।