৷
Appearance
Fragment of a discussion from User talk:আজিজ
যতিফলক শব্দটি আমি এখানে এসেই দেখেছি, আমি এর উদ্ভাবন করিনি! এছাড়া শব্দটিতে কোনও যুক্তাক্ষর নেই এবং শ্রুতিমধুরও বটে; তাই আমি এই শব্দটি ব্যবহার করেছিলাম, অপ্রচলিত বলে যদি বাদ দেন, তাহলে Sidebar - এর বাংলা পার্শ্বদণ্ড শব্দটিও তো অপ্রচলিত, উইকি ও এমন উন্মুক্ত উৎসের সাইটগুলো ছাড়া অন্য কোথাও ব্যবহার করতে দেখিনি। উইকিতে এমন আরও অনেক শব্দ আছে যেগুলো এখন উইকিতে বেশ প্রচলিত কিন্তু অভিধানে নেই, এটা আমি খারপ হিসেবে নয় বরং বাংলা ভাষার জন্য এটা ভালো মনে করি। ব্যবহার বাড়া মানেই তো প্রচলিত হওয়া! ভুল হলে দয়া করে, ক্ষমা করবেন! _/\_
(এখানে যে দাড়ি দিয়েছি, এটা কি ঠিক আছে? এটা ঠিক না হলে আমাকে অন্য কীবোর্ড ব্যবহার করতে হবে।)