কারণ
Appearance
Fragment of a discussion from Wikimedia talk:Wikipedia-android-strings-history items deleted/bn
আমি আপনার কোনো সম্পাদনা বাতিল করিনি. শুধুমাত্র পূর্বাবস্থায় ফেরত এনেছি. আমার সম্পাদনাটি আর আপনার সম্পাদনার মধ্যে কোনো ফারাক ছিলো না. edit history দেখুন. আর আমি দেখছি আপনি আমার সবকটা সম্পাদনাকে পূর্বাবস্থায় নিয়ে গিয়েছেন. যদি আপনি মনে করেন যে আমার অনুবাদ গুলোয় কিছু ত্রুটি রয়েছে, ভবিষ্যতে সেগুলো সংশোধন করিয়া দিবেন. ধন্যবাদান্তে, সন্দীপন
পূর্বাবস্থায় ফেরত আনাটাই তো বাতিল করা। এখানে আপনার ভুলটা ছিল: আপনি %d articles কে "%d নিবন্ধটি" হিসেবে অনুবাদ করেছেন। কিন্তু এখানে %d একটি সংখ্যা। ফলে %d=৫ হলে আপনার অনুবাদ অনুসারে হয় "ইতিহাস থেকে ৫ নিবন্ধটি সরানো হয়েছে"। কিন্তু বাংলায় আমরা এভাবে বলি না। আমরা বলি ১টি, ৫টি, ১০টি ইত্যাদি। আশা করি বুঝেছেন কেন আমি আপনার সম্পাদনা বাতিল করেছি।
Aftabuzzaman (talk)